সপ্তাহের শেষ কাযদিবস (০৯ ডিসেম্বর) বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিসের চমক দেখানো লেনদেন হয়েছে। আজ প্রযুক্তি খাতের এই কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৪৭ কোটি টাকারও বেশি। এর মধ্যে বেশিরভাগ লেনদেনই হয়েছে ব্লক মার্কেটে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , কোম্পানিটির আজ মোট শেয়ার লেনদেন হয়েছে ৮৫ কোটি ৮৬ লাখ ৬০২টি। যার বাজার মূল্য ১৪৭ কোটি টাকা।
এর মধ্যে আজ মূল মার্কেটে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৯৭৬টি। যার বাজার মূল্য ২৮ কোটি ০২ লাখ টাকা।
আর ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৬৯ লাখ ৫৩ হাজার ৬২৬টি শেয়ার। যার বাজার মূল্য ১১৮ কোটি ৯৮ লাখ টাকা।
সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬৮ টাকা ৩০ পয়সায়। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ২৯.৬৩ পয়েন্টে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৯৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৪ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত অর্থছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।