আগেরদিন পুঁজিবাজার বড় পতন হলেও আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) কিছুটা উত্থান হয়েছে। আজ ডিএসইর ২০ খাতের মধ্যে ছয় খাতের শেয়ারে দেখা গেছে বড় চাঙ্গাভাব। খাতগুলো হলো- বস্ত্র, খাদ্য ও আনুষঙ্গিক, বিবিধ, সিমেন্ট, প্রকৌশল এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত। আমারস্টক থেকে এ তথ্য জানা যায় ।
আজ বস্ত্রখাতে ৫৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫১টি বা ৮৬.৪৪ শতাংশ কোম্পানির। দর কমেছে ৩টির বা ৫.০৮ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৫টির বা ৪.৪৭ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি বেড়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের ১০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৯.৮০ শতাংশ, এমএল ডায়িংয়ের ৭.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.২২ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৭.০৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৫৭ শতাংশ।
খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২০টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৬টির বা ৮০ শতাংশ কোম্পানির। দর কমেছে ২টির বা ১০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ২টির বা ১০ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি বেড়েছে জেমিনি সী ফুডের ৮.৭৩ শতাংশ, এএমসিএল প্রাণের ৮.৫৯ শতাংশ, বীচ হ্যাচারীর ৬.৬৪ শতাংশ।
বিবিধ খাতে ১৪টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১০টির বা ৭৬.৯২ শতাংশ কোম্পানির। দর কমেছে ২টির বা ১৫.৩৮ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১টির ৭.৬৯ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে এসকে ট্রিমসের ৯.৮৩ শতাংশ, আরামিট লিমিটেডের ৫.৫৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২.১২ শতাংশ।
সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে দর কমেছে ৫টির বা ৭১.৪৩ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুইটির বা ২৮.৫৭ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে আরামিট সিমেন্টের ৫.৫২ শতাংশ।
প্রকৌশল খাতে লেনদেন হওয়া ৪১টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ২৭টির বা ৬৫.৮৫ শতাংশ কোম্পানির। দর কমেছে ১২টির বা ২৯.২৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ২টির বা ৪.৮৮ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে বিডি ল্যাম্পসের ৭.০৩ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৬.৩৫ শতাংশ, এটলাস বাংলাদেশের ৩.৩৫ শতাংশ।
বিদ্যুৎ ও জ্বালানি ২৩টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৫টির বা ৬৫.২২ শতাংশ কোম্পানির। দর কমেছে ৪টির বা ১৭.৩৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৪টির বা ১৭.৩৯ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের ৫.৮০ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৯৯ শতাংশ, ডরিন পাওয়ারের ২.১৪ শতাংশ।