অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে কোন সিদ্ধান্ত না আসায় আগেরদিন বুধবার পুঁজিবাজারে বড় পতন দেখা দিয়েছিল। আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) উত্থান হয়েছে পুঁজিবাজারে । এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৩২.৬০ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৮৪.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৩৯ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১.১৪ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭৫.৪৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৩২.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ১ হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৮ কোটি ৯৪ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৫২ কোটি ৩৯ লাখ টাকার।
আজ ডিএসইতে ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৪টির বা ৫৬.৭৬ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১০৬টির বা ২৮.২২ শতাংশের এবং ৫৭টি বা ১৫.১২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৮.৫৩ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৭.৯৪ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। আজ সিএসইতে ৩৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।