দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের ব্যাপক পতনে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এমন মন্দা বাজারেও দিন শেষে সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
সর্বোচ্চ দরে লেনদেন হওয়া এই তিন কোম্পানির মধ্যে রয়েছে: ফাইন ফুডস লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ফার্মা এইডস লিমিটেড।
ফাইন ফুডসের আজে শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৫ টাকা ৬০ পয়সায়। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫০ টাকা ১০ পয়সায়।
মেঘনা পেটের আজে শেয়ার দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.০৯ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ টাকায়। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ টাকা ৮০ পয়সায়।
ফার্মা এইডের আজে শেয়ার দর বেড়েছে ৩৯ টাকা বা ৭.৫০ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২০ টাকা ১০ পয়সায়। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫৯ টাকা ১০ পয়সায়।