সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ ডিসেম্বর) পুঁজিবাজারে সূচকের বিশাল পতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৯৬.৮৫ পয়েন্টের বেশি। এদিন কমেছে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। বেশির ভাগ কোম্পানির শেয়ার দর পতনের কারণেই আজ শেয়ারবাজারে বড় পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ২০টি খাতের মধ্যে নয় খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমা নয়টি খাতের মধ্যে রয়েছে ব্যাংক, ওষুধ রসায়ন, বস্ত্র, আর্থিক, প্রকৌশল, বিমা, বিদ্যুৎ ও জ্বালানি, সিমেন্ট, মিচুয়াল ফান্ড খাত।
আজ ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে আজ দর কমেছে ২৮টির বা ৮৭.৫০ শতাংশ কোম্পানির। দর বৃদ্ধি পেয়েছে মাত্র দুইটির বা ৬.২৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল দুইটি কোম্পানির বা ৬.২৫ শতাংশ কোম্পানির। বেশি শেয়ার দর কমা ব্যাংকের মধ্যে ওয়ান ব্যাংকের ৫.৬১ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৪.৬৯ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৪.৬৫ শতাংশ, আইএফআইস ব্যাংকের ৪.১৬ শতাংশ, এবি ব্যাংকের ৩.৩৫ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৩.২০ শতাংশ।
ওষুধ ও রসায়ন লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৭টির বা ৫৮.৬২ শতাংশ কোম্পানির। দর বৃদ্ধি পেয়েছে ১১টির বা ৩৭.৯৩ শতাংশ কোম্পানির। অপরিবর্তিত ছিল ১টিই বা ৩.৪৫ শতাংশ কোম্পানির। এই খাতের বেশি শেয়ার দর কমা কোম্পানির মধ্যে এএফসি এগ্রোর ৪.৪৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৮৮ শতাংশ, ওরিয়ন ফার্মার ৩.৭৮ শতাংশ, ইন্দাবাংলা ফার্মার ২.৫০ শতাংশ, সালভো কেমিক্যালের ২.৩২ শতাংশ করে কমেছে।
বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৩৯টি বা ৬৬.১০ শতাংশ কোম্পানির। দর বৃদ্ধি পেয়েছে ১৭টির বা ২৮.৮১ শতাংশ কোম্পানির অপরিবর্তিত ছিল ৩টির বা ৫.০৮ শতাংশ কোম্পানির। এই খাতের বেশি শেয়ার দর কমা কোম্পানির মধ্যে দুলামিয়া কটনের ৭.৩৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৪.৮৩ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৪.৭৪ শতাংশ।
আর্থিক খাতের লেনদেন হওয়া ২১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৮টির বা ৮৫.৭১ শতাংশ কোম্পানির। দর বৃদ্ধি পেয়েছে ৩টির বা ১৪.২৯ শতাংশ কোম্পানির। এই খাতের বেশি শেয়ার দর কমা কোম্পানির মধ্যে ফনিক্স ফাইন্যান্সের ৪.৯৮ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৪.৪৮ শতাংশ, বেলিজিংয়ের ৪.৪৮ শতাংশ।
প্রকৌশল খাতের লেনদেন হওয়া ৪০টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৩টির বা ৫৭.৫০ শতাংশ কোম্পানির। দর বৃদ্ধি পেয়েছে ১৫টির বা ৩৭.৫০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ৫ শতাংশ কোম্পানির। এই খাতের বেশি শেয়ার দর কমা কোম্পানির মধ্যে কাশেম ইন্ডাস্ট্রিজের ৩.৪০ শতাংশ,বিডি থাইয়ের ৩.১৫ শতাংশ, নাহি এলুমিনিয়ামের ২.৭৫ শতাংশ।
বিমা খাতের ৫৩টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৪৬টি বা ৮৬.৭৯ শতাংশ কোম্পানির। দর বৃদ্ধি পেয়েছে ৪টির বা ৭.৫৪ শতাংশ কোম্পানির অপরিবর্তিত ছিল ২টির বা ৩.৭৭ শতাংশ কোম্পানির। এই খাতের বেশি শেয়ার দর কমা কোম্পানির মধ্যে সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৫.০৫ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৪.৮৪ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৩.৬০ শতাংশ।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৮টি বা ৭৮.২৬ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে ৪টির বা ১৭.৩৯ শতাংশ কোম্পানির অপরিবর্তিত ছিল একটির বা ৪.৩৫ কোম্পানির। এই খাতের বেশি শেয়ার দর কমা কোম্পানির মধ্যে জিবিবি পাওয়ারের ৩.৫৭ শতাংশ, ডেসকোর ২.৯৪ শতাংশ।
সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে দর কমেছে পাঁচটির বা ৭১.৪৩ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুইটির বা ২৮.৫৭ শতাংশ কোম্পানির। এই খাতের বেশি শেয়ার দর কমা কোম্পানির মধ্যে আরামিট সিমেন্টের ৫.৭৮ শতাংশ, লাফার্জ হোলসিমের ২.৭৪ শতাংশ।
মিচুয়াল ফান্ডের লেনদেন হওয়া ৩৬টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৬টির ৭২.২২ শতাংশ কোম্পানির।। দর বৃদ্ধি পেয়েছে ৪টির বা ১১.১১ শতাংশ কোম্পানির অপরিবর্তিত ছিল ৬টির বা ১৬.৬৭ শতাংশ কোম্পানির। এই খাতের বেশি শেয়ার দর কমা ফান্ডের মধ্যে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৩.০৬ শতাংশ, আইসিবি এএমসিএল-২য় ২.৮৫ শতাংশ, শতাংশ, ভিএএম এলবিডি-১ ২.৪১ শতাংশ।
এছাড়াও ভ্রমণ ও অবকাশ খাতের এবং টেলিকমিউনিকেশন খাতের শতভাগ কোম্পানির দর কমেছে।