পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো ওয়াটা কেমিক্যালস লিমিটেড ও ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
ওয়াটা কেমিক্যালস: তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
সর্বশেষ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আগামী ৩০ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ৮ ডিসেম্বর।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৪, যা আগের বছরে ছিল ৮ টাকা ৫ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ২২ পয়সায়।
ফিনিক্স ফাইন্যান্স: তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠানটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ফিনিক্স ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৬৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫২ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস ছিল ১৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৬৪ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ফিনিক্স ফাইন্যান্স। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ । সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৬ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে এনএভিপিএস দাঁড়ায় ২২ টাকা ১ পয়সা।