1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

সাত খাতে শেয়ারদর চাঙ্গা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
world-share-market

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ ডিসেম্বর) শেয়ারবাজারে সূচকের সমান্য উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১৩ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ২০ খাতের মধ্যে সাত খাতে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। খাতগুলো হলো- বস্ত্র, তথ্যপ্রযুক্তি, ওষুধ ও রসায়ন, বিবিধ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক এবং বিদ্যুৎ ও জ্বালানি।

বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৫২টির বা ৮৯.৬৬ শতাংশের। দর কমেছে ৪টির বা ৬.৯০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২৩.১৩ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে মেট্রো স্পিনিংয়ের ৯.৫৬ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৯.৫২ শতাংশ।

তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টির বা ৮১.৮২ শতাংশ কোম্পানির। দর কমেছে ১টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টি বা ৯.০৯ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে আমরানেটের ৯.৭৭ শতাংশ, ইনফরমেশন সার্ভিসের ৯.৭৬ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৬.৫৯ শতাংশ।

ওষুধ ও রসায়ন খাতের লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৩টির বা ৭৯.৩১ শতাংশ কোম্পানির। দর কমেছে ৭টির বা ২০.৬৯ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে লিবরা ইনফিউশনের ৬.৯৩ শতাংশ, একটিভ ফাইনের ৬.৩২ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৫.৪৬ শতাংশ।

বিবিধ খাতের ১৪টি কোম্পানির মধ্যে ১১টির বা ৭৮.৫৭ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। দর কমেছে ৩টি বা ২১.৪২ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগের ৬.৭৯ শতাংশ, সিনোবাংলার ৩.৯৫ শতাংশ, এসকে ট্রিমসের ৩.৮০ শতাংশ।

প্রকৌশল খাতের লেনদেন হওয়া ৪১টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩২টির বা ৭৮.০৫ শতাংশ কোম্পানির। দর কমেছে ৮টির বা ১৯.৫২ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ২.৪৪ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে ডমিনেজ স্টিলের ৭.২৫ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৭.১৮ শতাংশ

খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২০টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৫টির বা ৭৫ শতাংশ কোম্পানির। দর কমেছে ৪টির বা ২০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৫ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে লাভেলো আইসক্রিমের ৩.৭৯ শতাংশ, রহিমা ফুডের ৩.৫৯ শতাংশ, আরডি ফুডের শতাংশ, জিলবাংলা সুগারের শতাংশ।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে পেয়েছে ১৫টি বা ৬৮.১৮ শতাংশ কোম্পানির। দর কমেছে ৬টির ২৭.২৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টি বা ৪.৫৫ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৯৪ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৬.৫৯ শতাংশ, ডেসকোর ২.৪৯ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ