1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

বড় উত্থান দিয়ে ষড়যন্ত্রের জবাব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
dse-cse

শেয়ারবাজারে বড় উত্থানে একটি পক্ষ ষড়যন্ত্র করে। এর অংশ হিসেবে তারা এই বাজারের ধস নামাতে সন্ধ্যায় এক বিতর্কিত বিজ্ঞপ্তি দেয়। তবে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিনিয়োগকারীরা আবারও বড় উত্থান দিয়ে সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ডিএসইতে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৯.১৯ পয়েন্ট বা ১.৩০ শতাংশ বেড়ে ৬৯৩৬.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। যে সূচকটি আগের দিন বেড়েছিল ১৪৪ পয়েন্ট।

আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.১৪ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৬.০৮ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৮.৯১ পয়েন্টে এবং দুই হাজার ৬৩৫.৯৩ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ২৪৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪২ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার।

ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৮টির বা ৫৫.৬১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১১৮টির বা ৩১.৫৫ শতাংশের এবং ৪৮টি বা ১২.৮৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮০.৭৮ পয়েন্ট বা ১.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৭৯.০৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। আজ সিএসইতে ৬২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যাংক খাতে আমানত কমেছে

  • ১৭ অক্টোবর ২০২৪