1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

উভয় পুঁজিবাজারে ৫ প্রতিষ্ঠানের দাপট

  • আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
dse

উভয় পুঁজিবাজারে শেষ সপ্তাহে গেইনার তালিকায় অবস্থান করছে ৫ প্রতিষ্ঠান। এগুলো হলো- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ওয়ান ব্যাংক লিমিটেড।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: বিদায়ী সপ্তাহে ডিএসই’র সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬০.০০ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানির মোট ২ লাথ ১২ হাজার টাকার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন হয়েছে ৪২ হাজার ৪০০ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে। গত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৬০.০০ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১৬ টাকা। সপ্তাহশেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ২৫ টাকা ৬০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির মোট ৮ হাজার ৯০০ টাকার লেনদেন হয়েছে।

ওরিয়ন ইনফিউশন: বিদায়ী সপ্তাহে ডিএসই’র সাপ্তাহিক গেইনার তালিকার ২ নম্বরে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.৫৮ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানির মোট ৩৪ কোটি ২৪ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন হয়েছে ৬ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার ৪ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ২১.৯৯ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৭৭ টাকা ৩০ পয়সা। সপ্তাহশেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৯৪ টাকা ৩০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির মোট এক কোটি ১০ লাখ ৮৭ হাজার ৬০০ টাকার লেনদেন হয়েছে।

ব্র্যাক ব্যাংক: বিদায়ী সপ্তাহে ডিএসই’র সাপ্তাহিক গেইনার তালিকার ৩ নম্বরে অবস্থান করছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.১২ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানির মোট ২৯৩ কোটি ৯৪০ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৮ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার ৫ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসএতে কোম্পানিটির দর বেড়েছে ২০.৩২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৪৮ টাকা ৭০ পয়সা। সপ্তাহশেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৫৮ টাকা ৬০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির মোট ৮ কোটি ৯০ লাখ ৪০ হাজার ৪০০ টাকার লেনদেন হয়েছে।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: বিদায়ী সপ্তাহে ডিএসই’র সাপ্তাহিক গেইনার তালিকার ৪ নম্বরে অবস্থান করছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ১৮.৮১ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে প্রতিষ্ঠানটির মোট ১২ কোটি ২৩ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন হয়েছে ২ কোটি ৪৪ লাখ ৬৯ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে প্রতিষ্ঠানটি সাপ্তাহিক গেইনার তালিকার ৬ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২০.০০ শতাংশ। সপ্তাহের শুরুতে প্রতিষ্ঠানটির দর ছিল ২০ টাকা। সপ্তাহশেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ২৪ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির মোট ১৭ লাখ ৩৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

ওয়ান ব্যাংক: বিদায়ী সপ্তাহে ডিএসই’র সাপ্তাহিক গেইনার তালিকার ৫ নম্বরে অবস্থান করছে ওয়ান ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫.৭৫ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানির মোট ৫৬ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার ৮ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ১৬.৫৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১২ টাকা ৭০ পয়সা। সপ্তাহশেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির মোট ১ লাখ ৪৮ হাজার ২০০ টাকার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যাংক খাতে আমানত কমেছে

  • ১৭ অক্টোবর ২০২৪