1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

শেয়ার ক্রয়ের ঘোষণা রেনাটা লিমিটেডের

  • আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেডের মনোনীত পরিচালক জাহিদা ফিজা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির মনোনীত পরিচালক জাহিদা ফিজা (সাজিদা ফাউন্ডেশন কর্তৃক মনোনীত) তিন হাজার ৭০০ শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে উল্লিখিত সংখ্যক শেয়ার কিনবেন তিনি।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, প্রথম প্রান্তিকে(জুলাই-সেপ্টেম্বর, ২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৭০ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭৮ টাকা ১৮ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ টাকা ২৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ছয় টাকা ৮০ পয়সা।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১৪৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫১ টাকা ৯৪ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৮৫ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২ হাজার ৮২ কোটি ৮৪ লাখ হাজার টাকা।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির মোট ৯ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ১৬৬ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৫১ দশমিক ১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৪৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৭৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ শেয়ার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ