পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল এবং ১০ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে।
কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস, ম্যারিকো, ফারইস্ট নিটিং এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১১ নভেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ৫ টাকা ৪৯ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫২ টাকা ৪৯ পয়সা।
তিতাস গ্যাস : জ্বালানি ও বিদ্যুৎ খাতের কো¤ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৫০ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২.৫৭ টাকায়।
ফারইস্ট নিটিং এন্ড ডায়িং: কোম্পানিটি ৩০ জুন ২০২১ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩২ পয়সা।
৩০ জুন ২০২১ তারিখে কোম্পানিটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৮ পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগামী ২৩ ডিসেম্বর সকাল ১০:৩০ টায় ডিজিটাল প্লাট ফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড : ওষুধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানিটি ২০০ শতাংশ অন্তর্র্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর’২১ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত সভায় অন্তর্র্বতী ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ২৬ জুলাই কোম্পানিটি অর্থবছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ২০০ শতাংশ অন্তর্র্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে।
দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটি চলতি অর্থবছরে মোট ৪০০ শতাংশ অন্তর্র্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।