পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড আগের অর্থবছরের তুলনায় সমাপ্ত অর্থবছরে প্রায় ছয় গুণ বেশি আয় করেছে। কিন্তু ছয় গুণ আগের বিপরীতে কোম্পানিটি এবছর বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ দিয়েছে আগের বছরের তিন ভাগের এক ভাগ। অর্থাৎ আয় ছয়গুণ বাড়লেও কোম্পানিটির লভ্যাংশ নেমেছে তিন ভাগের এক ভাগে।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাত্র ২১ পয়সা। আয় বেড়েছে ৫.৯৫ শতাংশেরও বেশি।
আলোচ্য বছরের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর ইপিএস ২১ পয়সার বিপরীতে লভ্যাংশ দিয়েছিল ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ বোনাস মিলে মোট ৬ শতাংশ।
এবার লভ্যাংশ ঘোষণায় আবার মানবতাও দেখিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এবার লভ্যাংশ কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষণা করেছে। পরিচালনা পর্ষদের পরিচালকরা এবার লভ্যাংশ নেবেন না। অর্থাৎ পরিচালনা পর্ষদের পরিচালকরা গত এক বছর বিনা লাভে কোম্পানিটির কর্মকান্ডে খেটেছেন।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির আয় বৃদ্ধির পাশাপাশি সম্পদমূল্যও বেড়েছে। গত বছরের জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ ছিল ২৭ টাকা ৬০ পয়সা। এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সায়।
অর্থাৎ বছরের ব্যবধানে আয়ও বেড়েছে, সম্পদও বেড়েছে। তারপরও বিনিয়োগকারীদের হিস্যা কমে গেছে।
এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য আয়ের কমপক্ষে ৩০% লভ্যাংশ দেওয়ার বিধান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও বিডি থাই অ্যালুমিনিয়াম ৩০% এর কম লভ্যাংশ ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ রিটেইন আর্নিংসে হস্তান্তরকৃত মুনাফার উপর ১০ শতাংশ হারে কর প্রদান করতে হবে।
এই সংক্রান্ত আইনটি নিচে দেওয়ার হলো: