পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে লেনদেনের অনুমোদন পাওয়া কৃষিবিদ ফিডের দ্বিতীয় ও অর্ধবার্ষিক প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক বা দুই প্রান্তিক মিলে (জুলাই-ডিসেম্বর, ২০২০) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১.০৭ টাকা। কিউআইও পরবর্তী অর্ধবার্ষিক বা দুই প্রান্তিক মিলে কোম্পানির ইপিএস হয়েছে ০.৯৩ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৬৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৭৩ টাকা। কিউআইও পরবর্তী অর্ধবার্ষিক বা দুই প্রান্তিক মিলে কোম্পানির ইপিএস হয়েছে ০.৩৫ টাকা।
কিউআইও পরবর্তী সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪.৭০ টাকা।