1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

উভয় স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের অনাগ্রহ ৪ কোম্পানিতে

  • আপডেট সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
loss

বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের অনাগ্রহে সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলোঃ হাইডেলবার্গ সিমেন্ট, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ওইমেক্স এবং আরামিট লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে হাইডেলবার্গ সিমেন্ট। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ১৪.৩০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৮৯ লাখ ২৬ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৭ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার ২ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১২.৯৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৩১৯ টাকা ৩০ পয়সা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ২৭৮ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ১০ লাখ ২৬ হাজার ৯০০ টাকার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার ২ নম্বরে অবস্থান করছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ১৪.২৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৮০ লাখ ১৮ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৬ লাখ ৩ হাজার ৬০০ টাকা।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার ৩ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১২.৮৭ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ১৭ লাখ ৬৫ হাজার ৭০০ টাকার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার ৩ নম্বরে অবস্থান করছে ওইমেক্স। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ১২.২৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৮ লাখ ২ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৬১ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১৩.৫৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ২২ টাকা ৯০ পয়সা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১৯ টাকা ৮০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ২০ লাখ ৯ হাজার ৩০০ টাকার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার ৪ নম্বরে অবস্থান করছে আরামিট লিমিটেড। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ১২.১১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৬ লাখ ৩৪ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার ৪ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১২.১১ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৩৮৮ টাকা ১০ পয়সা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৩৪১ টাকা ১০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ৩ লাখ ৪০ হাজার ৪০০ টাকার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫