1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

বাজার মূলধনে পতন শীর্ষ ছয় কোম্পানির

  • আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
পতন

বিদায়ী সপ্তাহে (১৭-২১ অক্টোবর) পুঁজিবাজারের লেনদেন পতন প্রবণতায় শেষ হয়েছে। সপ্তাহের প্রথম চার কার্যদিবসে সূচক কমে গেলেও শেষ কার্যদিবসে এটি কয়েক পয়েন্ট যোগ করেছে। সূচকের পতনের কারণে অধিকাংশ কোম্পানির দাম কমেছে। আলোচ্য সপ্তাহে শীর্ষ কোম্পানির মূলধনে ভাটা দেখা দিয়েছে। কোম্পানিগুলোর বাজার মূলধন কমেছে ২৫০০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি ৮৯৪ কোটি টাকা বাজার মূলধন কমেছে সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৩ কোটি টাকায়। এর আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১১ হাজার ১৩৭ কোটি টাকা।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ করপোরেশন ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড (আইসিবি) বাজার মূলধন হারানোর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতিষ্ঠানটির বাজার মূলধন কমেছে ৭০১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ১০ হাজার ৯৭৫ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা দাঁড়িয়েছিল ১১ হাজার ৬৭৬ কোটি টাকা।

বহুজাতিক টেলিকমিউনিকেশন কোম্পানি রবি আশিয়াটা লিমিটেড গত সপ্তাহে মূলধন হারানোর ক্ষেত্রে তৃতীয় স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটি বাজার মূলধন হারিয়েছে ৪১৯ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়ায় ২০ হাজার ৭৯৫ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহে শেষে বাজার মূলধন ছিল ২১ হাজার ২১৩ কোটি টাকা।

টেলিযোগাযোগ খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন লিমিটেড বাজার মূলধনের দিক দিয়েও শেয়ারবাজারের শীর্ষ কোম্পানি। গত সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ১৮৯ কোটি টাকা। গত বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩৫৩ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৯ হাজার ৫৪২ কোটি টাকা।

বাজার মূলধনের হিসাবে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। গত সপ্তাহে বিএটিবিসির বাজার মূলধন কমেছে ১৩৫ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৮ হাজার ৭৩৪ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৩৮ হাজার ৮৬৯ কোটি টাকা।

বাজার মূলধন কমার দিক থেকে তালিকায় এর পরে রয়েছে দেশের ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির বাজার মূলধন কমেছে ১৩৩ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২০ হাজার ৭২৫ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ২০ হাজার ৮৫৮ কোটি টাকা।

গত সপ্তাহে বাজার মূলধন বৃদ্ধির দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তিনটি হলো ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেড, ইউপিজিডিসিএল ও রেনাটা। এর মধ্যে বেক্সিমকোর বাজার মূলধন গত সপ্তাহ শেষে ১৩ হাজার ৬৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন ছিল ১২ হাজার ২৩৩ কোটি টাকা। এ হিসাবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৪৩৭ কোটি টাকা।

বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) বাজার মূলধন গত সপ্তাহে ১২৭ কোটি টাকা বেড়েছে। এ সময়ে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ১৬ হাজার ৯৬১ কোটি টাকা।

ওষুধ খাতের আরেক কোম্পানি রেনাটা লিমিটেডের বাজার মূলধন গত সপ্তাহে বেড়েছে। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৩৮ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩ কোটি টাকা। আগের সপ্তাহ শেষে যা ছিল ১৩ হাজার ৯৯৫ কোটি টাকা।

বাজার মূলধনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির আরেকটি হলো ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির বাজার মূলধন অপরিবর্তিত ছিল। গত দুই সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ৩৭ হাজার ৪১৭ কোটি টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ