1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

শেয়ারবাজারে সূচকে বড় পতন, লেনদেন বেড়েছে

  • আপডেট সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
dse-cse-sharesangbad

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৫৬.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৮৬.৪৬ পয়েন্টে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭০৫.১৩ পয়েন্টে। এর আগে ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসইএস সূচক ২১.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৪৬.৩১ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। ডিএসইতে এদিন ১ হাজার ৬৫১ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২১৭ কোটি টাকা বেশি।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৬৪.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬১৭.৯৯ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

আর সার্বিক সিএএসপিআই সূচক ১০৬.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ১০.৬০ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এছাড়া, সিএসআই সূচক ১৫.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৫.৯৫ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। দিন শেষে সিএসইতে ৬৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪