1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

চার হাজার কোটি টাকা নেই চার দিনে

  • আপডেট সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
dse-0ff-600x337


বিদায়ী সপ্তাহে দেশের পুঁজিবাজার বাজারে সংশোধন হয়েছে। আলোচ্য সপ্তাহে পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ারদর। এরফলে হ্রাস পেয়েছে বাজার মূলধনও। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসই কমেছে সূচক ও বাজার মূলধন। ফলে আবার বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই বলে মনে করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের বাজার মূলধন ছিল পাঁচ লাখ ৮৪ হাজার কোটি টাকা। সর্বশেষ বৃহস্পতিবার বাজার মূলধন স্থির হয়েছে পাঁচ লাখ ৮০ হাজার কোটি টাকায়। অর্থাৎ চার দিনে চার হাজার কোটি টাকা হ্রাস পেয়েছে বাজার মূলধন। এ সময় ডিএসইর প্রধান সূচক হ্রাস পেয়েছে ১১৪ পয়েন্ট। চার দিনের ব্যবধানে সূচক নেমে এসেছে সাত হাজার ৩৬৭ থেকে সাত হাজার ২৪৩ পয়েন্টে।

এদিকে টানা চার দিনের দর পতনে কিছুটা শঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। বাজারে এ ধারা অব্যাহত থাকবে কি না-তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন

এদিকে বিষয়টি নিয়ে ভয়ের কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের অভিমত, দীর্ঘদিন বাজার ভালো থাকার কারণে এখন মুনাফা তুলছেন বেশিরভাগ বিনিয়োগকারী। এ কারণে বাজারে বিক্রয় চাপ তৈরি হয়েছে, যার জের ধরে সূচক নিম্নমুখী রয়েছে।

তবে বিষয়টি নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানান বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, বিএসইসি মার্কেট পরিস্থিতি ভালো রাখার জন্য কাজ করছে, যাতে কোনো ধরনের কারসাজি না হয় সেদিকে নজর রাখছে। তবে এর মধ্যেও বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে। কারণ সর্বোপরি পুঁজি তার, তাই এর নিরাপত্তা সবার আগে তাকেই ভাবতে হবে। তাদের কোনো কারণে প্যানিক হওয়া চলবে না। আমাদের দেশের বেশিরভাগ বিনিয়োগকারী অল্পতেই প্যানিক হয়ে যায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ