পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড তার কারখানা বিএমআরই তথা সম্প্রসারণ ও আধুনিকায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, বিএমআরই শেষ হওয়ার পর কোম্পানিটির স্পিন্ডলের সংখ্যা বেড়ে হবে ৩৮ হাজার ৪০০টি। কারখানার দেণিক উৎপাদন ক্ষমতা হবে ২৫ হাজার কেজি। আর বার্ষিক উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৯১ লাখ ২৫ হাজার কেজি। অন্যদিকে কোম্পানির বার্ষিক বিক্রির পরিমাণ ৩শ কোটি টাকায় উন্নীত হবে।
তবে কবে এই বিএমআরই’র কাজ শুরু হবে এবং কবে তা শেষ হবে-তা বিস্তারিত জানা যায়নি। কোম্পানি কর্তৃপক্ষ পরবর্তীতে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে সূত্র।