1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

বুধবার যেসব কোম্পানির দরপতন!

  • আপডেট সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
down-4

টানা তৃতীয় দিনের মতো আজ বুধবারও (০৫ অক্টোবর) শেয়ারবাজারে উত্থান হয়েছে। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। তবে গত দুই দিনের মতো আজও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৫১.০৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৮২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৬০০.২৫ পয়েন্টে এবং দুই হাজার ৭৮৭.৮১ পয়েন্টে।

আজ ডিএসইতে দুই হাজার ৬৮০ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩২৮ কোটি ৮২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২টির বা ২৯.৯৫ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩১টির বা ৬১.৭৬ শতাংশের এবং ৩১টির বা ৮.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫১৪.৪২ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০২টির দর বেড়েছে, কমেছে ১৯৬টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ