অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ইতিবাচক প্রবণতায় ফিরতে শুরু করে শেয়ারবাজার। এরপর থেকে অন্যান্য খাতের শেয়ার দর সুবাতাস বইতে শুরু করলেও মিউচ্যুয়াল ফান্ড খাত এখনো অবহেলায় নিমজ্জিত।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০টি খাতের মধ্যে ছয়টি খাতের ৩৭ কোম্পানির শেয়ার দর রয়েছে অভিহিত মূল্যের নিচে। এই ছয়টি খাতের মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতের ৩৭টি কোম্পানির মধ্যে ২২টির বা ৫৯ শতাংশের ইউনিট দর রয়েছে অভিহিত মূল্যের নিচে।
অভিহিত মূল্যের নিচে থাকা মিউচ্যুয়াল ফান্ডের ২২টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে : ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলাল লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড।
অভিহিত মূল্যের নিচে থাকলেও ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ১৭টি ফান্ড। লভ্যাংশ ঘোষণা করা ফান্ডগুলোর মধ্যে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ১৩ শতাংশ নগদ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮ শতাংশ নগদ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১২ শতাংশ নগদ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ১৩ শতাংশ নগদ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.৫০ শতাংশ নগদ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৪ শতাংশ নগদ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ১২ শতাংশ নগদ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান ৬ শতাংশ নগদ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.৫০ শতাংশ নগদ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৪ শতাংশ নগদ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮.৫০ শতাংশ নগদ, পপুলাল লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮.৫০ শতাংশ নগদ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ৭.৫০ শতাংশ নগদ এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ইউনিটহোল্ডারদের ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অভিহিত মূল্যের নিচে থাকা অন্য খাতের মধ্যে ব্যাংক খাতের আইসিবি ইসলামিক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক; আর্থিক খাতের বিআইএফসি, ফারইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স ও পিপলস লিজিং; ওষুধ খাতের বেক্সিমকো সিনথেটিক্স ও কেয়া কসমেটিক্স; বস্ত্র খাতের সিঅ্যান্ডএ টেক্সটাইল, ফ্যামিলিটেক্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, আরএন স্পিনিং, তুংহাই নিটিং ও জাহিনটেক্স এবং ভ্রমণ ও অবকাশ খাতের বিডি সার্ভিসেসের শেয়ার দর অভিহিত মূল্যের নিচে রয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিং এবং বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার লেনদেন স্থগিত রয়েছে।