1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

পুঁজিবাজারে দাপট দেখালো পাঁচ কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
dse-cse-news

দেশের দুই শেয়ারবাজারে দাপট দেখালো ৫ কোম্পানি। এগুলো হলো- বাটা সু, এএমসিএল (প্রাণ) এপেক্স এডেলকি ফুটওয়্যার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এবং এনভয় টেক্সটাইল। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে বাটা সু কোম্পানি। বিদায়ী সপ্তাহে সিএসই’তে কোম্পানিটির দর বেড়েছে ২৯.৬৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ৭৪৯ টাকা ৯০ পয়সা, যার ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৯৭২ টাকা ১০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৩৩ লাখ ৭৭ হাজার ৬৩৯ টাকা ৫০ পয়সার শেয়ার লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকায় ৬ নম্বরে ছিল বাটা সু কোম্পানি। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ২৯.৩৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির ১৫ কোটি ৯২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। প্রতিদিন গড় ৩ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৮০০ টাকার লেনদেন হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার ২ নম্বরে অবস্থান করছে এএমসিএল (প্রাণ)। বিদায়ী সপ্তাহে সিএসই’তে কোম্পানিটির দর বেড়েছে ২৯.৫৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ২৩৭ টাকা, যার ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৩০৭ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ২১ লাখ ৯৯ হাজার ৫৯১ টাকার শেয়ার লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকায় ৪ নম্বরে ছিল এএমসিএল (প্রাণ)। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৩০.৪৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির ৩১ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। প্রতিদিন গড় ৬ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ৬০০ টাকার লেনদেন হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার ৪ নম্বরে অবস্থান করছে এপেক্স এডেলকি ফুটওয়্যার। বিদায়ী সপ্তাহে সিএসই’তে কোম্পানিটির দর বেড়েছে ২৬.৭৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ২৪৫ টাকা, যার ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৩১০ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৫০ লাখ ২৫ হাজার ৩৪২ টাকার শেয়ার লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকায় ৫ নম্বরে ছিল এপেক্স এডেলকি ফুটওয়্যার। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ২৯.৭০ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির ১৪ কোটি ১৮ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। প্রতিদিন গড় ২৬ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ২০০ টাকার লেনদেন হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার ৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। বিদায়ী সপ্তাহে সিএসই’তে কোম্পানিটির দর বেড়েছে ২৩.৭৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ১৮৫ টাকা ৫০ পয়সা, যার ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২২৯ টাকা ৬০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৪ কোটি ৫২ লাখ ৭৯ হাজার ৬১৫ টাকার শেয়ার লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকায় ৯ নম্বরে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ২৪.১১ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির ১৮৭ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। প্রতিদিন গড় ৩৭ কোটি ৫০ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার ৭ নম্বরে অবস্থান করছে এনভয় টেক্সটাইল লিমিটেড। বিদায়ী সপ্তাহে সিএসই’তে কোম্পানিটির দর বেড়েছে ২১.৪২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ৩৫ টাকা, যার ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৪২ টাকা ৫০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ১৬ লাখ ১০ হাজার ৪৫৭ টাকার শেয়ার লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকায় ৮ নম্বরে ছিল এনভয় টেক্সটাইল লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ২৬.৮০ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির ৩০ কোটি ২২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। প্রতিদিন গড় ৬ কোটি ৪ লাখ ৫৪ হাজার ৬০০ টাকার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ