শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি এর ট্রেডিং কোড বদল হয়েছে। শেয়ারহোল্ডারদের আগ্রহে ও অনুরোধে লাভেলো আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস এন্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন করে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির ট্রেডিং কোড ‘তাওফিকা’ এর পরিবর্তে ‘লাভেলো’ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২১ থেকে উভয় স্টক এক্সচেঞ্জে লাভেলো নামে ট্রেড হবে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার।