ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৪ জুলাই)লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৪টির বা ৪৬.৬৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে তাল্লু স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, আগের কার্যদিবস মঙ্গলবার তাল্লু স্পিনিংয়ের ক্লোজিং দর ছিল ৮ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৮.১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে তাল্লু স্পিনিং ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফের ৭.৭৭ শতাংশ, বিআইএফসি’র ৭.৫ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ৫.৬৩ শতাংশ, অলটেক্সের ৫.৬৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.১২ শতাংশ, মনোস্পেুল পেপারের ৪.৯৫ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৪.৯০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৫৭ শতাংশ এবং মিথুন নীটিংয়ের ৪.৪১ শতাংশ দর কমেছে।