1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

শেষ সপ্তাহে দাপট দেখাল যেসব কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
share

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৭ হাজার ৬৮৩ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকা। এর মধ্যে ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ৮৩২ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকা। যা ডিএসই লেনদেনের ২৩.৮৪ শতাংশ। অর্থাৎ সপ্তাহজুড়ে ১০ কোম্পানির কব্জায় ছিল ডিএসই মোট লেনদেনের ২৩.৮৪ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, প্রাইম ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, পাইওনিয়ার ইন্সুরেন্স, সাইফ পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ন্যাশনাল ফিড মিল।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের প্রথম স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫২৩ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ৬.৮১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৭০১টি শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৪ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ২.৭৯ শতাংশ।

লংকাবাংলা ফাইন্যান্স লেনদেনের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৪ কোটি ৫৯ লাখ ২৯ হাজার ৬০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৫ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ২.১৫ শতাংশ।

এআরবি কমার্শিয়াল ব্যাংক লেনদেনের তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৪ কোটি ৮১ লাখ ৩১ হাজার ৭০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৪ কোটি ২ লাখ ৪৪ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ২.১৩ শতাংশ।

পাইওনিয়ার ইন্সুরেন্স লেনদেনের তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ১ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৮৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৭ কোটি ৯০ লাখ ৫৬ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ২.১৫ শতাংশ।

সাইফ পাওয়ার লেনদেনের তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৫ কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ৭২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৫ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ২.০৩ শতাংশ।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লেনদেনের তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ২১ লাখ ৭০ হাজার ৪১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২১ কোটি ৪৫ লাখ ১৩ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ১.৫৮ শতাংশ।

আইএফআইসি ব্যাংক লেনদেনের তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার ৩৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ৫২ লাখ ১২ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ১.৪৫ শতাংশ।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লেনদেনের তালিকার নবম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৬০ লাখ ৮২ হাজার ১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ১.৪৫ শতাংশ।

ন্যাশনাল ফিড মিল লেনদেনের তালিকার দশম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৪৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৬ কোটি ৭৪ লাখ ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ১.৩৯ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দেড় ঘণ্টায় লেনদেন ১৩২ কোটি

  • ১৯ জানুয়ারী ২০২৫