1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

ঝুঁকিতে ওষুধ ও রসায়ন খাতের ১২ কোম্পানি

  • আপডেট সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩১টি কোম্পানির মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ১২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল, ইমাম বাটন, এসিআই, একটিভ ফাইন, এএফসি এগ্রো, এমবি ফার্মা, সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভি কেমিক্যাল, জেএমআই সিরিঞ্জ, লিব্ররা ইনফিউশন্স, ওরিয়ন ইনফিউশন ও সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পিই রেশিও বিবেচনায় ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকায় কোম্পানিগুলোর শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বিনিয়োগকারীরা। কারণ ৪০-এর উপরে পিই রেশিও থাকা কোম্পানিকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনায় করা হয়ে থাকে। যে কারণে আর ৪০ পয়েন্টের উপরে পিই রেশিও থাকা কোম্পানির শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ দেয়া হয় না।

উল্লেখ্য, যে কোম্পানির পিই রেশিও যত কম থাকে সেটি বিনিয়োগ উপযোগী বলে ধরা হয়। আবার পিই রেশিও না থাকলে সেটি কোম্পানির জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ। সর্বশেষ প্রান্তিকে লোকসানে থাকা কোম্পানি পিই রেশিও থাকে না। যে কারণে ওইসব কোম্পানি ঝুঁকিপূর্ণ।

ডিএসই’র তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ অবস্থায় থাকা ১২টি কোম্পানির মধ্যে ২টি কোম্পানির লোকসানের কারণে পিই রেশিও নেগেটিভ। যার মধ্যে ফার কেমিক্যালের পিই রেশিও নেগেটিভ। অর্থাৎ কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৯০ পয়সায়। লোকসানের কারণে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের পিই রেশিও নেগেটিভ। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিকে, পিই রেশিও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এসিআই লিমিটেডের পিই রেশিও ৫৫.৮৭ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য ২৬৪.০০ টাকায় লেনদেন হচ্ছে।

একটিভ ফাইন এর পিই রেশিও ৮০.৭৪ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য ১৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছে।

এএফসি এগ্রো’র পিই রেশিও ১২৫ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য ২০ টাকায় লেনদেন হচ্ছে।

এমবি ফার্মা’র পিই রেশিও ১২৯.৩৬ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য ৪১০ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছে।

সেন্ট্রাল ফার্মা’র পিই রেশিও ১৬৫ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য ১৩ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে।

গ্লোবাল হেভি কেমিক্যাল এর পিই রেশিও ৪৮.৩৮ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য ৩৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছে।

জেএমআই সিরিঞ্জ এর পিই রেশিও ৬৮.০৩ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য ৩৩১ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছে।

লিবরা ইনফিউশন্স এর পিই রেশিও ৫১৭.৩৩ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য ৫৪৩ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে।

ওরিয়ন ইনফিউশন এর পিই রেশিও ৪৩.৫৪ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য ৬৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছে।

সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর পিই রেশিও ৫৯.৬৪ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য ৩৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ