1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

মার্কেট মুভারে নতুন ৫ কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
Market-Movers

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে মার্কেট মুভারের ভূমিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, মালেক স্পিনিং, স্কয়ার ফার্মা, কুইনসাউথ টেক্সটাইল, ডাচ বাংলা ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, ড্রাগন স্যুয়েটার, কেয়া কসমেটিকস ও কাট্টলী টেক্সটাইল লিমিটেড।

এর মধ্যে পাঁচটি কোম্পানি বিদায়ী সপ্তাহে মার্কেট মুভারের তালিকায় নতুন করে আবির্ভূত হয়েছে। কোম্পনি পাঁচটি হলো- ডেলটা লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, ডাচবাংলা ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং ও কেয়া কসমেটিকস।

ডেলটা লাইফ ইন্সুরেন্স : সাপ্তাহিক মার্কেট মোভারের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেলটা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৯ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ৪.০৭ শতাংশ।

স্কয়ার ফার্মা : স্কয়ার ফার্মা সাপ্তাহিক মার্কেট মোভারের তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। দীর্ঘদিন পর কোম্পানিটি মার্কেট মোভারের তালিকায় স্থান করে নিয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৪ লাখ ৫৮ হাজার ৭৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭১ কোটি ১০ লাখ ৬৩ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ২.০৮ শতাংশ।

ডাচবাংলা ব্যাংক : ডাচবাংলা ব্যাংক মার্কেট মোভারের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। চলতি বছরে কোম্পানিটি মার্কেট মোভারের তালিকায় প্রায় নিয়মিত ছিল। কিন্তু জুন মাসে অনিয়মিত হয়ে পড়ে। বিদায়ী সপ্তাহে আবারও সরব হয়েছে। বিদায়ী সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.৭৫ শতাংশ।

ম্যাকসন্স স্পিনিং: ম্যাকসন্স স্পিনিং মার্কেট মোভারের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে। গত দুই মাসে কোম্পানিটি কয়েকবার মার্কেট মোভারের তালিকায় থাকলেও জুন মাসে প্রায় অনুপস্থিত ছিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার ৮৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ৫১ লাখ ৯৫ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.৩২ শতাংশ।

কেয়া কসমেটিকস : কেয়া কসমেটিকস মার্কেট মোভারের তালিকায় নবম স্থানে উঠে এসেছে। কোম্পানিটি চলতি বছরে কদাচিত মার্কেট মোভারের তালিকায় থেকেছে। তবে গত তিন মাসে কোম্পানিটির উপস্থিতি তেমন ছিল না। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ১৬ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৪ লাখ ৭৭ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.২৫ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দেড় ঘণ্টায় লেনদেন ১৩২ কোটি

  • ১৯ জানুয়ারী ২০২৫