1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

দাপট দেখাল ১০ কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
top

বিদায়ী সপ্তাহে (২৭-৩০ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৬২৪ কোটি ৬৬ লাখ টাকা। এরমধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ২১৪ কোটি ৬১ লাখ ১ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২১.৫৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে। তবে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির দাপটে ডিএসইর লেনদেন বড় পতন থেকে রেহাই পেয়েছে।

সপ্তাহজুড়ে দাপট দেখানো ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ডেলটা লাইফ ইন্সুরেন্স, মালেক স্পিনিং, স্কয়ার ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল, ডাচবাংলা ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, ড্রাগন সোয়েটার, কেয়া কসমেটিকস, কাট্টালী টেক্সটাইল।

তালিকার প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৫৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৫ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৭৩ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেলটা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৯ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ৪.০৭ শতাংশ।

মালেক স্পিনিং লেনদেনের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৩ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৪১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২০ কোটি ৫৪ লাখ ২৩ হাজার টাকা।ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ২.১৪ শতাংশ।

স্কয়ার ফার্মা লেনদেনের তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৫৪ লাখ ৫৮ হাজার ৭৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭১ কোটি ১০ লাখ ৬৩ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ২.০৮ শতাংশ।

কুইন সাউথ টেক্সটাইল লেনদেনের তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৩৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ৯৮ লাখ ৩৩ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.৮৫ শতাংশ।

ডাচবাংলা ব্যাংক লেনদেনের তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.৭৫ শতাংশ।

ম্যাকসন্স স্পিনিং লেনদেনের তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৩ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার ৮৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ৫১ লাখ ৯৫ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.৩২ শতাংশ।

ড্রাগন সোয়েটার লেনদেনের তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৩ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার ৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.২৭ শতাংশ।

কেয়া কসমেটিকস লেনদেনের তালিকার নবময় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৮ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৪ লাখ ৭৭ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.২৫ শতাংশ।

কাট্টালী টেক্সটাইল লেনদেনের তালিকার দশম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ১ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৬৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৩ কোটি ৩১ লাখ ৮১ হাজার টাকার। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.১৩ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দেড় ঘণ্টায় লেনদেন ১৩২ কোটি

  • ১৯ জানুয়ারী ২০২৫