বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৭টির বা ৫১.৮৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে অলিম্পিক এক্সেসরিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে অলিম্পিক এক্সেসরিজের ক্লোজিং দর ছিল ১০ টাকা ৩০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৫২.৮৬ শতাংশ। এর মাধ্যমে অলিম্পিক এক্সেসরিজ ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৪৩.৯৪ শতাংশ, কে এন্ড কিউয়ের ২৪.৫০ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ২০.৩৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৮.৮৭ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৮.৫২ শতাংশ, এটলাস বাংলাদেশের ১৫.০৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৪.০৪ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১.৫২ শতাংশ এবং মতিন স্পিনিংয়ের ১১.৫১ শতাংশ।