পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৪৮ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ২৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৩৩ টাকা ৪১ পয়সা। গত বছর এনএভি ছিল ১৩ টাকা ১৪ পয়সা।