আগামীকাল ১ জুলাই থেকে সারাদেশে শাটডাউনের ঘেষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শাটডাউনে ব্যাংক সপ্তাহে তিন দিন বন্ধ থাকার নির্দেশনা আসায় পুঁজিবাজারও একদিন অতিরিক্ত সময় বন্ধ থাকবে। ব্যাংকের সঙ্গে মিল রেখে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত।
আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে থাকার কারণে ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এছাড়া শাটডাউনের বিধিনিষেধে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে।
ফলে আগামী সোমবার থেকে পুঁজিবাজারে নতুন সময়সূচি প্রযোজ্য হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে লেনদেন শুরুর আগে ও পরে ১৫ মিনিট করে প্রি ও পোস্ট সেশন চালু থাকবে।