আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এক সপ্তাহের শাটডাউন শুরু হচ্ছে। শাটডাউনের সময়ে জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ থাকলেও ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন চলবে বলে কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসি সূত্রে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ব্যাংকিং সেবা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে আমরা মিটিংয়ে বসছি সীমিত পরিসরে কিভাবে এ সেবা নিশ্চিত করা যায়। সব শাখা খোলা হবে, নাকি অঞ্চলভিত্তিক সেটি মিটিং শেষে প্রজ্ঞাপন আকারে ব্যাংকের নির্বাহী পরিচালকদের নির্দেশনা জানানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার ব্যাংক হলিডে এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। একারণে রবিবার থেকে নতুন নিয়মে ব্যাংকিং লেনদেন চলবে।
এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, কঠোর লকডাউনেও পুঁজিবাজার চালু রাখার পক্ষে আমি। যেহেতু ব্যাংক লেনদেনের সাথে পুঁজিবাজারের লেনদেন জড়িত। তাই আমরা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার দিকে তাকিয়ে আছি। যদি ব্যাংক খোলা থাকে, তবে পুঁজিবাজারের লেনদেন চলবে।
তবে পুঁজিবাজারের লেনদেন কত ঘন্টা হবে, তা নির্ভর করছে ব্যাংকের সময়সূচির উপর। ব্যাংকের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারের লেনদেন নির্ধারণ করা হবে বলে জানা গেছে।