1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

ওষুধ খাতের বেশিরভাগ কোম্পানির মুনাফা বেড়েছে

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
world-share-market

করোনা মহামারির সময়ে দেশের যে গুটি কয়েক খাত মুনাফার ধারায় রয়েছে, তারমধ্যে অন্যতম ওষুধ ও রসায়ন খাত। দেশের প্রধান পুজিবাজার ঢাকা এক্সচেঞ্জে (ডিএসই) এই খাতের তালিকাভুক্ত কোম্পানি রয়েছে ৩১টি।

কোম্পানিগুলোর মধ্যে সমাপ্ত হতে যাওয়া ২০২০-২১ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করেছে ২০টি কোম্পানি।

এই ২০টি কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির ইপিএস বেড়েছে এবং ৫টির কমেছে। অন্যদিকে, ১টির লোকসান কমেছে এবং ১টির লোকসান বেড়েছে।

নিচের ছকে পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাত এর ২০২০-২১ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ৯ মাসের ইপিএস-এর তুলনামুলক চিত্র দেখানো হলো।

কোম্পানিজানুয়ারী-মার্চ’২০জানুয়ারী-মার্চ’২১জুলাই’২০ মার্চ২১জুলাই২০মার্চ’২১
এসিআইলিমিটেড(৪.৮১)০.৩৫(১৫.৯০)৩.৫৪
এসিআইফর্মুলেশন০ .৬৫১.৫৬১.৮২৪.০৪
একমিল্যাবটরিজ১.৬৮১.৮৪৫.৩৪৫.৫৯
আডভেন্টফার্মা০.২২০.২৩১.২৭১.০২
এমবিফার্মা০.৮৫০.৭৫২.৫৪২.৩৮
বিকনফার্মা০.২৫২.০১০.৫৫৩.২৭
বেক্সিমকোফার্মা২.০২৩.২৮৫.৮৪৮.২৩
সেন্ট্রালফার্মা(০.১৮)(০.১০)(০.০৭)০.০৬
গ্লোবালহেভি০.২৬০.২০০.৫১০.৬০
ইবনেসিনা২.৩৩২.৭৯৯.৬৩১০.৯২
ইন্দোবাংলাফার্মা০.৪২০.১২১.২৪০.৭৯
ইমামবাটন(০.০৭)(০.২৩)(০.২৯)(০.৫১)
জেএমই১.০৪০.৭৭৩.৬৩৩.৬৫
কোহিনুরক্যামিক্যাল০.৫৪২.৬৯৫.২৪৮.১৮
ফার্মাএইড৪.৩৪৪.১২১৪.৩১১২.১৭
রেনাটা ফার্মা১০.৯৬১২.৭০৩১.৩৬৩৭.৩৩
সালভোক্যামিক্যাল০.০৪০.১২.২৮.৪২
সিলকোফার্মা০.৩০০.৩২০.৮১০.৭৭
সিলভাফার্মা০.২০০.১৯০.৭৫০.৭৩
স্কয়ারফার্মা৪.০৮৪.৩৬১১.৮৫১৩.১২


ওপরের তালিকায় দেখা যায়, আগের ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস বৃদ্ধির তালিকায় রয়েছে ১৩টি কোম্পানি। এই তালিকায় এগিয়ে রয়েছে এসিআই লিমিটেড। ইপিএস বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পিানিগুলো হলো বিকন ফার্মা, কোহিনুর ক্যামিক্যাল, সালভো ক্যামিক্যাল, এসিআই ফর্মুলেশন, বেক্সিমকো ফার্মা, গ্লোবাল হেভি ক্যামিকেল, ইবনে সিনা, রেনাটা, একমি ল্যাবটরিজ, সিলকো ফার্মা, আডভেন্ট ফার্মা ও সেন্ট্রাল ফার্মা।

এই কোম্পানিগুলোর মধ্যে আগের ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস বৃদ্ধির থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে এসিআই লিমিটেড। এই কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৩৯২ শতাংশ। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো মধ্যে ইপিএস বেড়েছে পর্যায়ক্রমে বিকন ফার্মা ৭০৪ শতাংশ, কোহিনুর ক্যামিক্যাল ৩৯৮.১৫ শতাংশ, সালভো ক্যামিক্যাল ২০০ শতাংশ, এসিআই ফর্মুলেশন ৯১ শতাংশ, বেক্সিমকো ফার্মা ৭০.৪০ শতাংশ, গ্লোবাল হেভি ক্যামিকেল ২৩.০৮ শতাংশ, ইবনে সিনার ১৯ শতাংশ, রেনাটার ১৫.৭৮ শতাংশ, একমি ল্যাবটরিজ ৮.৬৯ শতাংশ, স্কয়ার ফার্মার ৬.৮৭ শতাংশ, সিলকো ফার্মা ৬.৬৬ শতাংশ এবং আডভেন্ট ফার্মা ৪.৫৫ শতাংশ।

আগের অর্থবছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় সমাপ্ত হতে যাওয়া তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় কমেছে ৭টি প্রতিষ্ঠানের । প্রতিষ্ঠানগুলো হলো-এমবি ফার্মা, গ্লোবাল হেভি ক্যামিকেল, ইন্দোবাংলা ফার্মাসিউট্যাক্যালস, জেএমই মেডিকেল ডিভা্ইস, ফার্মা এইড ও সিলভা ফার্মা।

অন্যদিকে, সেন্ট্রাল ফার্মার লোকসান ছিলো ১৮ পয়সা। এর বিপরীতে শেয়ার প্রতি লোকসান কমে দাঁড়িয়েছে ১০ পয়সায়।

আর ইমাম বাটনের আগের বছরের তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি লোকসান ৭ পয়সা থেকে জানুয়ারি-মার্চ’২১ প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ২৩ পয়সায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ