1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন

মুনাফা বেশি দেখিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
Pragati_Insurance

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ব্যয় কম দেখানোর মাধ্যমে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেশি দেখিয়েছে। কোম্পানিটির ২০২০ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, প্রগতি ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ কোম্পানিতে ৫ বছর চাকরী করা কর্মীদের জন্য গ্রাচ্যুইটি সঞ্চিতি গঠন করে। যে কোম্পানিতে ২০২০ সালের ৩১ ডিসেম্বর গ্রাচ্যুইটি স্কিমের পরিমাণ দাড়িঁয়েছে ১ কোটি ৩০ হাজার টাকা। যার পরিমাণ আগের বছরের ৩১ ডিসেম্বর ছিল ২৫ লাখ ৩০ হাজার টাকা।

কোম্পানিটির গ্রাচ্যুইটি স্কিমের ওই ১ কোটি ৩০ লাখ টাকার মধ্যে যেসব কর্মীরা ৫ বছর চাকরী শেষে চলে গেছেন, তারা রয়েছেন। কিন্তু যারা ৫ বছরের বেশি সময় ধরে চাকরী করছেন, তাদের জন্য সঞ্চিতি গঠন করা হয়নি।

এতে করে গ্রাচ্যুইটির পরিমাণ ও ব্যয় কম দেখানো হচ্ছে বলে জানিয়েছেন নিরীক্ষক। একইসঙ্গে শেয়ারপ্রতি মুনাফার (ইপিএস) বেশি দেখানো হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রগতি ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৫ কোটি ৫৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১.৯০ শতাংশ। কোম্পানিটির রবিবার (২৭ জুন) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ১০১.১০ টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ