1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

বিএমআরই প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত বিবিএস লিমিটেডের

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
BBS-BBS

প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের পরিচালনা পর্ষদ বিএমআরই প্রকল্পে ১৬ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির বিএমআরই প্রকল্পের আওতায় রয়েছে ব্যালান্সিং, মডার্নাইজিং, রিহ্যাবিলিয়েশন এবং এক্সপানশন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কারখানায় নতুন মেশিনারিজ স্থাপন করবে নিজস্ব অর্থায়ন এবং ব্যাংক ঋণ নিয়ে। কারখানা আধুনিকায়নের পরেও কোম্পানিটির উৎপাদন ক্ষমতা একই থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

প্রসঙ্গত, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে বিবিএসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৪৫ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৫৫ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল টাকা মাইনাস ৭৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯৭ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ