পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিম্বের, ২০২০ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। কোম্পানি সচিব এম. নুরুল আলম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আগের বছর ২০১৯ সালে কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিতে না পারার কারণ হিসেবে নুরুল আলম জানান, ডিসেম্বর শেষে জীবন বীমা ফান্ড কমে গিয়েছিল। এর বড় কারণ ছিল শেয়ারবাজারে বিনিয়োগ।
কোম্পানি সচিব বলেন, পিএফআই সিকিউরিটেজে ১৬৭ কোটি ৮০ লাখ টাকার স্বল্প মেয়াদি বিনিয়োগ করেছিল বীমা কোম্পানিটি। মুনাফাসহ যা গত বছর শেষে আদায়যোগ্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২০৫ কোটি টাকা। এ অর্থের পুরোটাই অনাদায়ি হয়ে আছে। এ কারণে লাইফ ফান্ডের পরিমাণ কমেছে। লাইফ ফান্ড কমে গেলে কোম্পানি ডিভিডেন্ড দিতে পারে না।
তিনি আরো জানান, এছাড়া স্টার্লি গ্রুপে ১৫ কোটি টাকা, বাংলালায়ন জিরো কূপন বন্ডে প্রায় ৫ কোটি টাকা দীর্ঘ বছর অনাদায়ি পড়ে আছে।
২০১৯ সালের নিরীক্ষা প্রতিবেদনে এসব বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল কোম্পানিটির নিরীক্ষক প্রতিষ্ঠান।