1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

৬ খাতের শেয়ারে ভরাডুবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
Top, lose

আজ বৃহস্পতিবার (১৭ জুন) উত্থান প্রবণতায় পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। কিন্তু সব সূচকের বৃদ্ধির মধ্যেও ডিএসইতে আজ ছয় খাতের শেয়ার দরে ভরাডুবি হয়েছে।

খাতগুলো হলো- সাধারণ বীমা, প্রকৌশল, বস্ত্র, ফার্মা, খাদ্য, ও আর্থিক খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাধারণ বীমা : সাধারণ বীমায় লেনদেন হওয়া ৩৭টি কোম্পানির মধ্যে দর কমেছে ৩১টির বা ৮৩.৭৮ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৬টির বা ১৬.২২ শতাংশ কোম্পানির।

এখাতে আজ দর বেশি কমেছে- রিলায়েন্স ইন্সুরেন্সের ৭.৫৯ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৫.৯১ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫.৮৩ শতাংশ, গ্রীনডেল্টা ইন্সুরেন্সের ৫.৭৬ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৪.৭১ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ৪.৫৯ শতাংশ, ফিনিক্স ইন্সুরেন্সের ৪.৪৫ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৪.১৮ শতাংশ।

প্রকৌশল: প্রকৌশল খাতে লেনদেন হওয়া ৪১টি কোম্পানির মধ্যে দর কমেছে ৩৫টির বা ৮৩.৩৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৬টির বা ১৪.২৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১টির বা ২.৩৮ শতা্ংশ কোম্পানির।

এখাতে দর বেশি কমেছে রানার অটো ৬.৬১ শতাংশ, মীর আকখার ৫.১০ শতাংশ, গোল্ডেন সন ৪.২১ শতাংশ, বিএসআরএম ৪.০২ শতাংশ, কেডিএস ৩.৭৮ শতাংশ, অ্যাপেলো ইস্পাত ৩.৭০ শতাংশ, সাভার রিফেক্টরিজ ৩.১২ শতাংশ, বিডি থাই ৩.০৬ শতাংশ, জিপিএইচ ইস্পাত ২.৯৪ শতাংশ, কাশেম ইন্ডাষ্ট্রিজ ২.৭৩ শতাংশ, ইফাদ অটোসের ২.২৩ শতাংশ।

বস্ত্র : বস্ত্র খাতে খাতে লেনদেন হওয়া ৫৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ৪২টির বা ৭১.১৯ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১৪টির বা ২৫.৪২ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১টির বা ৩.৩৯ শতাংশ কোম্পানির।

এ খাতের দর বেশি কমেছে-জাহিন টেক্সটাইলের ৪.১৬ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩.৫০ শতাংশ, নিউলাইনের ৩.০৬ শতাংশ, ফ্যামিলি টেক্সের ২.৮৫ শতাংশ, আলিফের ২.৭২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ২.৭১ শতাংশ, আনলিমা ইয়ার্নের ২.২৪ শতাংশ, আমান কটনের ২.১৪ শতাংশ।

ফার্মা ও রসায়ন: ফার্মা ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে দর কমেছে ২০টির বা ৬৬.৬৭ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৮টির বা ২৬.৬৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ২টির বা ৬.৬৭ শতাংশ কোম্পানির।

এ খাতে দর বেশি কমেছে – কেয়া কসমেটিকসের ৫.২৬ শতাংশ, একটিভ ফাইনের ২.৩২ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ২.০১ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ১.৯৬ শতাংশ, সিভিও পেট্রোর ১.৯৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১,৯০ শতাংশ।

আর্থিক : আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৩টির বা ৫৯.০৯ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৭টির বা ৩১.৮২ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ২টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির।

এখাতে দর বেশি কমেছে – ন্যাশনাল হাউজিংয়ের ৪.৮১ শতাংশ, আইডিএলসির ৪.২২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২.৪৩ শতাংশ।

খাদ্য ও আনুষঙ্গিক : খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২০টি কোম্পানির মধ্যে দর কমেছে ১২টির বা ৬০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৮টির বা ৪০ শতাংশ কোম্পানির।

এ খাতে দর বেশি কমেছে – তৌফিকা ফুডের ৪.৮২ শতাংশ, রহিমা ফুডের ১.৯৬ শতাংশ, জেমিনি সী ফুডের ১.৯৫ শতাংশ, গেইলের ১.৯৩ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যাংক খাতে আমানত কমেছে

  • ১৭ অক্টোবর ২০২৪