1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

ডেল্টা লাইফের বিরুদ্ধে শেয়ারহোল্ডারের আবেদন খারিজ

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
DElta-Life

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রশাসকের কার্যক্রম চ্যালেঞ্জ করে করা শেয়ারহোল্ডাদের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

কোম্পানিটির শেয়ারহোল্ডাদের পক্ষে মঞ্জুরুর রহমানের দায়ের করা আবেদন উভয় পক্ষের শুনানি শেষে মঙ্গলবার (১৫ জুন) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যক্রমের উপর সন্তুষ্ট হয়ে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদিন মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এরপর কোম্পানির শেয়ারহোল্ডার মঞ্জুরুর রহমান হাইকোর্ট বিভাগে আবেদন করেন। তারপর প্রথম দফায় শুনানি শেষে হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চ গত ১৩ এপ্রিল প্রশাসকের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার আদেশ দেন।

এরপর উক্ত আদেশের বিরুদ্ধে আদালতের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন ডেল্টা লাইফের প্রশাসক। মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে আইডিআরএ’র কার্যক্রমের সিভিল পিটিশন লিভ টু আপিল নিষ্পত্তি ও খারিজ করে দেন।

এর পরিপ্রেক্ষিতে ডেল্টা লাইফে আইডিআরএ কর্তৃক নিযুক্ত প্রশাসকের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না।

বর্তমানে দায়িত্বে বসানো হয়েছে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব রফিকুল ইসলামকে। গত বৃহস্পতিবার (১০ জুন) তাকে নিয়োগ দেয়া হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ