1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

ওটিসি থেকে মূল মার্কেটে ফিরছে চার কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
dse

ওটিসি (ওভার দ্য কাউন্টার) বাজার থেকে মূল বাজারে ফিরছে চারটি কোম্পানি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ কোম্পানি চারটির পুনঃ তালিকাভুক্তির আবেদন অনুমোদন করেছে। কোম্পানি চারটি হলো মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, মুন্নু ফেব্রিকস ও তমিজউদ্দিন টেক্সটাইল মিলস।

জানা গেছে, গত বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির চারটির পুনঃ তালিকাভুক্তির অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হয়। কিছু শর্ত সাপেক্ষে কোম্পানিগুলোকে পুনঃ তালিকাভুক্তির সিদ্ধান্ত হয়েছে। যার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন লাগবে। গত মঙ্গলবারই তা অনুমোদনের জন্য বিএসইসিতে পাঠানো হয়েছে। অনুমোদনের পরই মূল বাজারে কোম্পানিগুলোকে পুনরায় তালিকাভুক্ত করে লেনদেনের ব্যবস্থা করা হবে।

ডিএসইর সূত্রে জানা গেছে, বর্তমানে ওটিসি বাজারে তালিকাভুক্ত এ চার কোম্পানির লেনদেন স্থগিত রয়েছে। সর্বশেষ ওটিসি বাজারে বিডি মনোস্পুল পেপারের শেয়ার ৫০ টাকায়, পেপার প্রসেসিংয়ের শেয়ার ১৬ টাকায়, মুন্নু ফেব্রিকসের শেয়ার ১০ টাকা ও তমিজউদ্দিনের শেয়ার ১২ টাকায় লেনদেন হয়। ২০০৯ সালে বিএসইসির নির্দেশনায় কোম্পানিগুলোকে মূল মার্কেট থেকে তালিকাচ্যুত করে ওটিসি বাজারে স্থানান্তর করা হয়। এক যুগ পর এসে সেগুলোকে আবারও মূল বাজারে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানিগুলোও মূল বাজারে ফিরতে আগ্রহ দেখিয়েছে।

বিএসইসি ও ডিএসই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধীরে ধীরে ওটিসি মার্কেটকে বিলুপ্ত করতে চায় নিয়ন্ত্রক সংস্থা। তারই অংশ হিসেবে ওটিসি বাজারে তালিকাভুক্ত কিছু কোম্পানিকে মূল বাজারে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য কিছু কোম্পানির উদ্যোক্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে বিএসইসি। যেসব কোম্পানির উদ্যোক্তারা মূল বাজারে ফিরতে আগ্রহী ও যেগুলোর অবস্থা অপেক্ষাকৃত ভালো, সেগুলোকেই মূল বাজারে ফিরিয়ে আনতে সম্মত হয় বিএসইসি। তারই অংশ হিসেবে এ চার কোম্পানিকে মূল বাজারে ফেরানো হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ