শেয়ারবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল মিলসের উদ্যোক্তাদের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা বা অবরুদ্ধ (ফ্রিজ) করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উদ্যোক্তা/পরিচালকদের সম্মিলিতিভাবে ৩০ শতাংশ শেয়ার ধারন না থাকার কারনে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, বর্তমানে আলহাজ্ব টেক্সটাইলের পর্ষদে মাত্র ১জন শেয়ারহোল্ডার পরিচালক রয়েছেন। যার কোম্পানিটিতে শেয়ার ধারন ৩০ শতাংশের অনেক কম। এই শেয়ার ধারনকে ৩০ শতাংশ করার জন্য কমিশনের পক্ষ থেকে উত্তরাধীকার সূত্রে উদ্যোক্তাদের কাছ থেকে পাওয়া শেয়ারধারীদেরকে পর্ষদে আনার জন্য চেষ্টা করে কমিশন। কিন্তু এতে ব্যর্থ হয়ে ওইসব উত্তরাধীকারদের শেয়ার ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
অথচ এই কোম্পানিটি ক্রমানয়ে বিলীন হতে চলেছিল। যেটা কমিশনের চেষ্টায় ঘুরে দাড়াঁচ্ছে। তাদের পূণ:গঠিত পর্ষদ এরইমধ্যে কোম্পানিটিকে উৎপাদনে ফেরানোর সব কাজ সম্পন্ন করেছে। আগামি ১৫ তারিখের মধ্যে কোম্পানিটির উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।