প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (০৭ জুন) ২০টি খাতের ৩৬৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। খাতগুলোর মধ্যে তিনটি খাতের শতভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
খাত তিনটি হলো : সিমেন্ট, সিরামিক এবং পেপার অ্যান্ড প্রিন্টিং।
খাত তিনটির মধ্যে সিমেন্টে খাতের সাতটি কোম্পানির মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ৪.৩০ টাকা কমেছে হাইডেলবার্গ সিমেন্টের। দ্বিতীয় সর্বোচ্চ ৩.৭০ টাকা কনফিডেন্স সিমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ ২.৮০ টাকা কমেছে এমআই সিমেন্টের।
সিরামিক খাতে পাঁচটি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ টাকা কমেছে স্ট্যান্ডার্ড সিমেন্টের। দ্বিতীয় সর্বোচ্চ ২.৪০ টাকা মুন্নু সিরামিকের এবং তৃতীয় সর্বোচ্চ ১.৪০ টাকা কমেছে শাইনপুকুর সিরামিকের।
আর পেপার অ্যান্ড প্রিন্টি খাতে চারটি কোম্পানির মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ৫.৩০ টাকা কমেছে সোনালী পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ১.৪০ টাকা হাক্কানি পাল্পের এবং তৃতীয় সর্বোচ্চ ০.২০ টাকা শেয়ার দর কমেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড পেপারের।