শেয়ারবাজারে তালিকাভুক্ত আরো ৩০ কোম্পানির ফ্লোর প্রাইসের (পতনের সর্বনিম্ন সীমা) নির্দেশনা তুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুন) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
ফ্লোর প্রাইস তুলে দেয়া ৩০ কোম্পানি হলো – রেনউইক যজ্ঞেশ্বর, মুন্নু এগ্রো, বাটা সু, কোহিনুর কেমিক্যাল, নর্দার্ণ জুট, স্ট্যান্ডার্ড সিরামিক, ওয়াটা কেমিক্যাল, সোনালী পেপার, এপেক্স ফুটওয়্যার, কেঅ্যান্ডকিউ, বিডি অটোকার্স, স্টাইলক্রাফট, জেমিনি সী ফুড, ইস্টার্ন কেবলস, এপেক্স স্পিনিং, মুন্নু সিরামিক, বঙ্গজ, সিভিও পেট্রোমেকিক্যাল, এটলাস বাংলাদেশ, এপেক্স ট্যানারি, সমতা লেদার, ন্যাশনাল টিউবস, আজিজ পাইপস, সী পার্ল, হাক্কানি পাল্প, ওরিয়ন ইনফিউশন, লিগ্যাসি ফুটওয়্যার, এসকে ট্রিমস, ন্যাশনাল পলিমার এবং ড্যাফোডিল কম্পিউটার্স।
এর আগের চলতি বছরের ৭ এপ্রিল ৬৬টি কোম্পানি থেকে ফ্লোর প্রাইসের (পতনের সর্বনিম্ন সীমা) নির্দেশনা প্রত্যাহার হয়।
উল্লেখ্য, ১১০টি কোম্পানির ফ্লোর প্রাইসের (পতনের সর্বনিম্ন সীমা) নির্দেশনার মধ্যে ৭ এপ্রিল ৬৬টি এবং বৃহস্পতিবার (০৩ জুন) ৩০টি কোম্পানি থেকে প্রত্যাহার করে নেওয়া হল। বাকিগুলোর ক্ষেত্রে পরবর্তীতে ফ্লোর প্রাইসের নির্দেশনা তুলে নেওয়া হবে।