বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের সবুজ অর্থনীতি সম্প্রসারণের লক্ষ্যে রপ্তানিমুখী টেক্সটাইল এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত কল্পে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) নামক পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ.হ.মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি উক্ত স্কিমে আরো ২০০ মিলিয়ন ইউরো যোগ করা হয়েছে। পরিবেশ বান্ধব যন্ত্রপাতি আমদানি ও প্রচ্ছন্ন রপ্তানিকারক কর্তৃক কাঁচামাল আমদানির ক্ষেত্রে এই স্কিম ব্যবহার করা যাবে।