বীমার সাম্প্রতিক দর বৃদ্ধির পেছনে তেমন কোনো কারণ আছে বলে মনে করেন না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম। তিনি বলেন, মূলত বিমা খাতের কোম্পানির পরিশোধিত মূলধন কম, ১৫-২০ কোটি টাকা। এমন স্বল্প মূলধনের ধরনের কোম্পানির শেয়ার দর সহজে বাড়ে।
শিবলী রুবাইয়াত বলেন, কম মূলধনের কোম্পানির দর সহজে বাড়ার কারনে বিনিয়োগকারীরা ওই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করেন। যেখানে লাভ থাকবে বিনিয়োগকারী তো সেখানেই যাবেন? এখন যেমন বিমা ছেড়ে ব্যাংকের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। এটা আসলে তাদের পছন্দের বিষয়।
আসলে স্বল্প মূলধনের শেয়ার দর দ্রুত বাড়ানো যায়। যা অনেককে বিনিয়োগে আগ্রহী করে তোলে বলে জানান বিএসইসি চেয়ারম্যান।