শেয়ারবাজারে তালিজকাভুক্ত ওরিয়ন ফার্মার সাবসিডিয়ারি দুই পাওয়ার কোম্পানির মধ্যে ১টির পাওয়ার প্লান্টের সঙ্গে বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে মে মাসে। আরেকটির মেয়াদ শেষ হবে জুলাই মাসে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ওরিয়ন ফার্মার সাবসিডিয়ারি কোম্পানি দুটি হচ্ছে- ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট ও ডাচ বাংলা পাওয়ার অ্যান্ড এসোসিয়েটস। এই দুই পাওয়ার কোম্পানির মধ্যে ওরিয়ন পাওয়ার মেঘনাঘাটের সঙ্গে বিপিডিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে মে মাসে। আর ডাচ বাংলা পাওয়ার অ্যান্ড এসোসিয়েটসের সঙ্গে শেষ হবে জুলাই মাসে।
তবে চুক্তি ৫ বছর বাড়ানোর জন্য ওরিয়ন কর্তৃপক্ষ সরকারের কাছে আবেদন করেছে।
উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মার পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৪ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা ৩১.৯৮ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৪০.৩১ শতাংশ, সাধারন বিনিয়োগকারীদের ২৬.৫৫ শতাংশ ও বিদেশীদের ১.১৬ শতাংশ মালিকানা রয়েছে।
মঙ্গলবার (০১ জুন) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাড়িঁয়েছে ৫১ টাকায়।