সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৪৮ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লংকাবাংলা ফাইনান্স শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ১৭ লাখ ২৩ হাজার টাকার।
৩৮ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়াটা, পাইয়নিয়ার ইন্সুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, বিডি ফাইনান্স, ম্যাকসন্স স্পিনিং, রূপালী লাইফ এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের দর।