পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ৬ মে বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। স্পট মার্কেটে লেনদেন চলবে ১১ মে পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে আগামী ১২ মে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারদেরকে ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২৮ পয়সা। আগামী ১৩ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।