পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলসের শেয়ার দর কোন কারণ ছাড়াই হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়েছে। এই অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানিকে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান পুঁজিবাজার ডিএসই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ২৯ এপ্রিল জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে। কোম্পানিটি স্বয়ং এর শেয়ার দর অস্বাভাবিকভাবে দর বৃদ্ধি পাওয়াতে বিস্ময় প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৪.৬০ টাকায়। আর ২৯ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৬.১০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.৫০ টাকা বা ৭৯ শতাংশ বেড়েছে।