1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

ফ্লোর প্রাইস তুলে নেওয়া ১৮ কোম্পানির শেয়ার দর তলানিতে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
top 10 loser

শঙ্কার মধ্যে গত ৮ এপ্রিল ৬৬ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দর সীমা) তুলে নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যে কোম্পানিগুলোর শেয়ার দর কয়েকদিনের ব্যবধানে এখন তলানিতে।

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও শেয়ারবাজারের উন্নয়নের কথা বলে কমিশন ওইদিন ৬৬টি কোম্পানি থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়। তবে ওইদিন ফ্লোর প্রাইসে ছিল ১১০টি কোম্পানি।

মূল ধারার শেয়ারবাজারের সঙ্গে ফ্লোর প্রাইস না গেলেও কিছু কোম্পানির ফ্লোর রেখে দিয়ে একই বিষয়ে কমিশনের দুই রকম সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি বিনিয়োগকারীরা। তাদের দাবি, কমিশন সকল কোম্পানির এবং সব বিনিয়োগকারীদের। তাই একই বিষয়ে কমিশন দুই রকম সিদ্ধান্ত নিতে পারে না।

দেখা গেছে, কয়েকদিনের ব্যবধানে ৬৬টি কোম্পানির মধ্যে লেনদেন হওয়া ৬৪টির মধ্যে ৫৫টির দর পতন হয়েছে। এরমধ্যে ২৭ এপ্রিল লেনদেন শেষে ১৮টির শেয়ার দর ২০ শতাংশের উপরে কমেছে।

পতন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফার গ্রুপের কোম্পানি এমএল ডাইংয়ের। এ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৮.৪০ শতাংশ। এরপরের অবস্থানে থাকা খুলনা পাওয়ারের ২৮.২৬ শতাংশ দর পতন হয়েছে। আর তৃতীয় অবস্থানে থাকা সায়হাম টেক্সটাইলের দর কমেছে ২৬.৯৪ শতাংশ।

এদিকে ফ্লোর তুলে নেওয়া ৬৬ কোম্পানির মধ্যে ৮টির শেয়ার দর বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ফার গ্রুপেরই আরেক কোম্পানি আর.এন স্পিনিং মিলসের। এ কোম্পানিটির দর বেড়েছে ১৩.৫১ শতাংশ। এরপরের অবস্থানে থাকা এস্কয়ার নিটের ৯.০৯ শতাংশ দর বেড়েছে।

নিম্নে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া কোম্পানিগুলোর ২৭ এপ্রিলের বাজার দর ও উত্থান-পতনের বিস্তারিত তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামফ্লোর প্রাইস (টাকা)বাজার দর (টাকা)উত্থান-পতনের হার
এমএল ডাইং৫০৩৫.৮০(২৮.৪০%)
খুলনা পাওয়ার৪৫.৩০৩২.৫০(২৮.২৬%)
সায়হাম টেক্সটাইলস মিলস২৪.৫০১৭.৯০(২৬.৯৪%)
রিং সাইন৬.৪০৪.৭০(২৬.৫৬%)
সুহৃদ ইন্ডাস্ট্রিজ২১.৭০১৬(২৬.২৭%)
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক২৪.১০১৭.৮০(২৬.১৪%)
ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড২৪.৩০১৭.৮০(২৫.৯৩%)
শেফার্ড ইন্ডাস্ট্রিজ১৫.১০১১.২০(২৫.৮৩%)
ভিএফএস থ্রেড ডাইং২২.৫০১৬.৭০(২৫.৭৮%)
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং১৭.৬০১৩.১০(২৫.৫৭%)
সায়হাম কটন মিলস১৬.১০১২.১০(২৪.৮৪%)
নূরানী ডাইং অ্যান্ড সুয়েটার৭.৭০৫.৮০(২৪.৬৮%)
সোনারগাঁও টেক্সটাইলস২৪.৫০১৮.৫০(২৪.৪৯%)
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড১১.৫০৮.৮০(২৩.৪৮%)
ইয়াকিন পলিমার১১.১০৮.৭০(২১.৬২%)
ফার কেমিক্যালস৯.৮০৭.৭০(২১.৪৩%)
নাহি অ্যালুমিনিয়াম৪৭.১০৩৭.১০(২১.২৩%)
ইভিন্স টেক্সটাইলস৮.২০৬.৫০(২০.৭৩%)
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস১৯.১০১৫.৩০(১৯.৯০%)
জাহিন স্পিনিং৬.৩০৫.১০(১৯.০৫%)
এডভেন্ট ফার্মা২২.৮০১৮.৬০(১৮.৪২%)
উত্তরা ফাইন্যান্স৪৩.৬০৩৫.৮০(১৭.৮৯%)
আলিফ ইন্ডাস্ট্রিজ২৬.২০২১.৬০(১৭.৫৬%)
আরএসআরএম২২.৯০১৮.৯০(১৭.৪৭%)
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট৩৯.৫০৩২.৮০(১৬.৯৬%)
শাশা ডেনিমস২১.৬০১৮.১০(১৬.২০%)
প্যারামাউন্ট টেক্সটাইলস৪৮.৯০৪১.২০(১৫.৭৫%)
*গোল্ডেন হার্ভেস্ট এগ্রো১৬.৭০১৪.১০(১৫.৫৭%)
আরগন ডেনিমস১৯.২০১৬.৬০(১৩.৫৪%)
বীচ হ্যাচারি১৩.৬০১১.৯০(১২.৫০%)
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ৪৮.২০৪২.২০(১২.৪৫%)
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ১৪.৬০১২.৮০(১২.৩৩%)
কপারটেক ইন্ডাস্ট্রিজ২০.৭০১৮.২০(১২.০৮%)
সাফকো স্পিনিং মিলস১১.২০৯.৯০(১১.৬১%)
সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস১২১০.৭০(১০.৮৩%)
কুইন সাউথ টেক্সটাইল২৪২১.৪০(১০.৮৩%)
প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস১৬.৬০১৪.৯০(১০.২৪%)
সিলভা ফার্মাসিউটিক্যালস১৮.৩০১৬.৫০(৯.৮৪%)
প্যাসিফিক ডেনিমস৮.৫০৭.৭০(৯.৪১%)
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস১৬.২০১৫.১০(৬.৭৯%)
দেশবন্ধু পলিমার ইন্ডাস্ট্রিজ১০.৫০৯.৮০(৬.৬৭%)
রিজেন্ট টেক্সটাইল মিলস৭.৮০৭.৩০(৬.৪১%)
গ্লোবাল হেভি কেমিক্যালস৩১২৯.১০(৬.১৩%)
বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লস্টিকস১৭১৬(৫.৮৮%)
ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি৩৪.৮০৩২.৮০(৫.৭৫%)
উসমানিয়া গ্লাস৪৪.৮০৪২.৩০(৫.৫৮%)
রূপালী ব্যাংক২৪.৪০২৩.২০(৪.৯২%)
এএফসি এগ্রো বায়োটেক১৭১৬.৩০(৪.২৯%)
মেট্রো স্পিনিং৮.৫০৮.২০(৩.৫৩%)
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড৬.৯০৬.৭০(২.৯০%)
হামিদ ফেব্রিক্স১৫.৭০১৫.৩০(২.৫৫%)
কাট্টলি টেক্সটাইল৯.৩০৯.১০(২.১৫%)
এসইএমএল এফবিএলএফএসএল গ্রোথ ফান্ড৭.৯০(১.২৫%)
ফনিক্স ফাইন্যান্স২২.৭০২২.৬০(০.৪৪%)
দুলামিয়া কটন৪৮.১০৪৮(০.২১%)
আর.এন স্পিনিং মিলস৩.৭০৪.২০১৩.৫১%
এস্কয়ার নিট কম্পোজিট২২২৪৯.০৯%
আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড৫.৮০৬.২০৬.৯০%
নাভানা সিএনজি৩৩.১০৩৪.১০৩.০২%
অলিম্পিক এক্সেসোরিজ৬.৮০২.৯৪%
স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স৪০৪১.১০২.৭৫%
ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স৪০.১০৪১২.২৪%
আইপিডিসি ফাইন্যান্স২৩.৭০২৩.৮০০.৪২%
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড৭.১০৭.১০০০
*বাংলাদেশ সার্ভিস৫.২০৫.২০০০
*পিপলস লিজিং০০

উল্লেখ্য, বিডি সার্ভিসের শেয়ার দীর্ঘদিন ধরে বিক্রেতা না থাকায় লেনদেন হয় না এবং পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে স্টক এক্সচেঞ্জ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ