ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭০টির বা ৪৮.৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এসোসিয়েট অক্সিজেন লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার এসোসিয়েট অক্সিজেন লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ৩০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এসোসিয়েট অক্সিজেন লিমিটেড ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৮৮ শতাংশ, মার্কেনটাইল ইন্স্যুরেন্সের ৯.৮২ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৮১ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৯.৩৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭২ শতাংশ এবং এআইবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮.০৪ শতাংশ দর বেড়েছে।