আজ বুধবার (২৮ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ২৮টি কোম্পানি। এসব কোম্পানির ৮৭ কোটি ৬২ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫৭৮টি শেয়ার ৬১ বার হাতবদল হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এশিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। যা ৭টি ট্রেডে ২৫ লাখ ৯৪ হাজার-টি শেয়ার হাতবদল হয়েছে।
অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ১ হাজার ৬৮৭ টি শেয়ার।